


চাঁদপুর -০২ আসন (মতলব উত্তর-দক্ষিন) এর মাননীয় সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল মহোদয়ের ১৭/১১/২০২৩ ইং শুক্রবার এবং ১৮/১১/২০২৩ ইং শনিবার (দুই) দিনের সফরসূচিঃ
১৭/১১/২০২৩ ইং শুক্রবারঃ
(ক) দুপুর ০১ঃ৩০ মিনিটে ফরাজীকান্দি ইউনিয়নের বড়হলদিয়া গ্রামের শিল্পপতি মফিজুল ইসলাম সাহেবের সহধর্মিণীর কুলখানী,দোয়া ও মিলাদে অংশগ্রহণ।
(খ) বিকাল ০৫ঃ০০ ঘটিকায় নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয়ে স্থানীয় নেতা কর্মী ও জনগনের সাথে মতবিনিময়।
(গ) সন্ধ্যা ০৭ঃ০০ ঘটিকায় মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়নের সাড়ে পাচানী হোসাইনিয়া ফাজিল মাদ্রাসার ওয়াজ মাহফিলে অংশগ্রহণ।
১৮/১১/২০২৩ ইং শনিবারঃ
(ক) সকাল ১১ : ০০ ঘটিকায় মতলব উত্তরে নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয় মাঠে এমপি মহোদয় এর ব্যাক্তিগত তহবিল থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান।
(খ) বিকাল ০৪ : ০০ ঘটিকায় মতলব দক্ষিন উপজেলার মতলব বাজার শাহী জামে মসজিদে আসর নামাজ আদায়, দোয়া ও মিলাদে অংশগ্রহণ।
(গ) সন্ধ্যা ০৭ : ০০ ঘটিকায় মতলব দক্ষিন উপজেলার নায়েরগাও দক্ষিন ইউনিয়ন এর কালীবাড়ীতে সনাতন ধর্মাবলম্বীদের কীর্তনে প্রধান অতিথি হিসেবে যোগদান।
Discussion about this post