আগামী মাসে ইংল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। তার জন্য ইতোমধ্যে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী।
লাল-সবুজের জার্সিতে প্রথমবারের মতো সুযোগ পেয়েই ঢাকা পোস্টের সঙ্গে নিজের অনুভূতি ভাগাভাগি করেছেন যুব বিশ্বকাপজয়ী এই পেসার। জাতীয় দলের জার্সি গায়ে জড়ানো যে কোনো ক্রিকেটারেরই স্বপ্ন। নিজের সেই স্বপ্ন পূরণের খবরটা শুরুতেই তার বাবাকে জানিয়েছেন মৃত্যুঞ্জয়। একইসঙ্গে তিনি জানিয়েছেন, একাদশে সুযোগ পেলে নিজেকে প্রমাণ করতে চান।
মৃত্যুঞ্জয়: আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। এখন অনেকেই ফোন করছে। সবমিলিয়ে দারুণ অনুভূতি।

এই খবর পরিবারে সবার আগে কাকে জানিয়েছেন?
মৃত্যুঞ্জয়: প্রথমে আমি আমার আব্বুকে জানিয়েছি। (হাসি) অবশ্য বেশি সময় কথা বলতে পারিনি। আমি অনুশীলনে ছিলাম, এখন শেষ করে বের হচ্ছি। খবরটা শোনার পর থেকেই সবার ফোন পাচ্ছি।

জাতীয় দলে প্রথম ডাক পেলেন, নিজেকে নিয়ে কতটা আত্মবিশ্বাসী?
মৃত্যুঞ্জয়: এখন ডিপিএল খেলছি, আলহামদুলিল্লাহ। বোলিং বা ব্যাটিং দুটোই ভালো হচ্ছে। আশাবাদী ইনশাআল্লাহ ভালো কিছুই হবে।
বিপিএলের পর দুটো সিরিজ হলেও সেখানে ডাক পাননি, কিন্তু বিদেশের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে কি কারণে ডাক পেলেন বলে মনে করেন আপনি?

মৃত্যুঞ্জয়: দেখেন আমি শুধু সুযোগের অপেক্ষায় ছিলাম। সুযোগ পেয়েছি এখন বাকিটা আল্লাহ ভরসা। যেভাবে পারফর্ম করছি আশা করি ভালো কিছু হবে।
সাকিব-তামিমদের সাথে জাতীয় দলের ড্রেসিংরুম শেয়ার করবেন, ব্যাপারটা কিভাবে দেখছেন?
মৃত্যুঞ্জয়: এটা এক কথায় বলব প্রাপ্তি। এতদিনের কঠোর পরিশ্রম, এতদিনের অপেক্ষা। এককথায় বলব প্রাপ্তি, আমার জন্য। আগে যদিও ঘরোয়া ক্রিকেটে ড্রেসিংরুম শেয়ার করেছি, তবে এটা আন্তর্জাতিক ক্রিকেটে হবে। সুতরাং এটার একটা ইফেক্ট থাকবে।
একাদশে সুযোগ পেলে কোন কাজটি করতে চান?
মৃত্যুঞ্জয়: একাদশে যদি সুযোগ পাই চেষ্টা করব নিজেকে প্রমাণ করার। যে আমিই সেরা।
Discussion about this post