দেশের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর চাকরিতে যোগ দিয়েছেন। জীবনে প্রথমবার কোনো চাকরিতে যোগ দিলেন তিনি। খবরটি সামাজিক মাধ্যমে আসিফ নিজেই জানিয়েছেন।

ভার্সাটিলো গ্রুপ নামের একটি প্রতিষ্ঠানের ‘হ্যালো সুপারস্টারস’ (অ্যাপ)-এ যোগ দিয়েছেন আসিফ। এখানে বাংলাদেশের প্রধান নির্বাহীর পদটি সামলাবেন তিনি। পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গের দায়িত্বও সামলাতে হবে তাকে।
নিজের ফেসবুকে চাকরিতে যোগদানের খবর দিয়ে আসিফ লিখেছেন, ‘মার্চের এক তারিখ থেকেই আমার চাকরি জীবন শুরু হয়েছে। জীবনে প্রথম কোনো চাকরিতে যোগদান করলাম। আজ থেকে আমি আনুষ্ঠানিকভাবে অফিস শুরু করতে যাচ্ছি।’

এরপর এ গায়ক লেখেন, ‘চাকরির অফার এবং ধরন-দুটোই আমার পছন্দ হয়েছে। দীর্ঘ ক্যারিয়ারে আরও একটি নতুন পালক যুক্ত হলো। আমি বেশ আনন্দ নিয়েই কাজে যোগদান করেছি। এই চাকরির মাধ্যমে দেশের জন্য, আমাদের ইন্ডাস্ট্রির জন্য অনেক কিছু করার সুযোগ আমার আছে।’
সবশেষে আসিফ নেটিজেনদের কাছে দোয়া কামনা করে লিখেছেন, ‘আমার জন্য দোয়া করবেন সব সময়ের মতো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ভালোবাসা অবিরাম।’

এদিকে আসিফের চাকরিতে যোগদানের খবর শুনে অনুরাগীরা লাইক, কমেন্টে ভরিয়ে দিয়েছেন পোস্টটি। প্রিয় গায়ককে জানিয়েছেন শুভকামনা।
Discussion about this post