দেশের জ্বালানির চাহিদা মেটাতে কাতারের কাছে আরও ১ মিলিয়ন মেট্রিক টন এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) চেয়েছেন দোহা সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় রবিবার (৫ মার্চ) কাতারের আমির আল থানির সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় এলএনজির বিষয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। এসময়ই এলএনজি চান তিনি।
এক্ষেত্রে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছেন দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।
এদিন সরকার প্রধানের সঙ্গে একে একে দেখা করেন জাতিসংঘের বিনিয়োগ সংশ্লিষ্ট সংস্থা আঙ্কটাপের মহাসচিব রেবেকা গ্রেনস্প্যান, আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের মহাসচিব ডোরিন বোগদান মার্টিন এবং রুয়ান্ডার রাষ্ট্রপতি পল কাগামে।


কাতারে এলডিসি সম্মেলনে বঙ্গবন্ধু কন্যা বলেন, গেল এক দশকে দারিদ্রের হার ৩১ দশমিক ৫ শতাংশ থেকে ২০ শতাংশে নামিয়ে এনেছে বাংলাদেশ। করোনা ও যুদ্ধের কারণে বৈশ্বিক অর্থনৈতিক সংকটের জের পড়েছে স্বল্পোন্নত দেশগুলোতে।
তবে দান নয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানান তিনি।

Discussion about this post