সোমবার (২০ ফেব্রুয়ারি) জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার জন্মদিন। প্রতি বছর পারিবারিক আয়োজনে জন্মদিন উদযাপন করেন তিশা। এ বছরও প্রিয়তমা স্ত্রীকে ‘সারপ্রাইজ’ দিয়েছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।


সামাজিক যোগাযোগ মাধ্যমে তিশার জন্মদিন উদযাপনের কিছু ছবি ও ভিডিও প্রকাশ করে ফারুকী লিখেছেন, ‘তিশা সবসময় বলে আমি নাকি ওকে সারপ্রাইজ দিতে পারি না। কথা যে খুব একটা ভুল তাও না! তবে আজকে আমি ওর (নুসরাত ইমরোজ তিশা) জন্মদিনে সারপ্রাইজ দিতে পারছি।’

তিনি আরো লিখেছেন, ‘হ্যাপি বার্থডে (শুভ জন্মদিন), তিশা। এই অধম এবং ইলহাম তোমাকে অনেক ভালোবাসি! লাভ ইউ। ইলহাম বড় হয়ে এই ছবিগুলাতে আমাদের এইসব দিনরাত খুঁজে পাবে, ভাবতেই মন ঝলমল করে উঠছে।’
Discussion about this post