
তড়িঘড়ি করে নেইমারকে বিক্রি করে দিতে চাইছে প্যারিস সেন্ট জ্যামাইকা (পিএসজি)। এখন ইংল্যান্ডকে টার্গেটে রেখেছে ক্লাবটি। যেখানে চেলসি ছাড়াও ম্যানচেস্টার ইউনাইটেড, নিউক্যাসলকে প্রস্তাব দিয়েছে। আর একাধিক ফরাসি দৈনিকের খবর, এরই মধ্যে নেইমারের প্রাইস ট্যাগও বেঁধে দিয়েছে তারা। বাংলাদেশি মুদ্রায় যার অঙ্ক ৬৭৪ কোটিরও বেশি।

এর আগে ২০১৭ সালে বার্সা থেকে নেইমারকে আনতে ২২২ মিলিয়ন ইউরো খরচা করেছিল পিএসজি। সেই হিসাব অনুযায়ী এই অর্থ কিছুই না। তবে অর্থের হিসাব না কষে সোজা অন্য কোনো ক্লাবে তাকে বিক্রি করে দিতেই চাইছে লিগ ওয়ানের জায়ান্টরা। খবর দ্য গার্ডিয়ানের।
প্রথমে চেলসির সঙ্গে কথা বলেন তারা। ফরাসি দৈনিক এল ইকুয়েপে জানিয়েছে, প্যারিসে ব্লুজদের অন্যতম মালিক বোহেলির সঙ্গে গোপন বৈঠকও করেন পিএসজির মালিক খেলাইফি, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ কানাঘুষা হয়েছে।

Discussion about this post