
বিশ্ব বাজারে সম্প্রতি জ্বালানি তেলের দাম কমেছে। প্রতি ব্যারেলের মূল্য ৮৯ ডলারে নেমেছে।

চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ অভিযান শুরুর পর ক্রমশ বাড়ছিল তেলের দাম। এপ্রিলের প্রথম সপ্তাহেই তেল নিয়ে সংকট মাথাচাড়া দিতে শুরু করেছিল। আর এবার গত ছয়মাসের মধ্যে সবচেয়ে কমেছে তেলের দাম। মাত্র দুই মাস আগেও ব্যারেলপ্রতি তেলের দাম ছিল ১২০ ডলারের ওপরে। ধীরে ধীরে জ্বালানি পণ্যটির মূল্য কমছে। সাম্প্রতিক সময়ে তেল উৎপাদনকারী দেশগুলোতে উৎপাদন বেড়েছে। বিশ্বজুড়ে তেলের চাহিদাও কমেছে। এ ছাড়া সময় যত গড়াচ্ছে, বৈশ্বিক অর্থনৈতিক মন্দার শঙ্কা তত বাড়ছে। এতে তেলের দাম কমছে। খবর রয়টার্সের।
গত বৃহস্পতিবার ইউএস বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডাব্লিউটিআই) তেলের দাম ব্যারেল প্রতি ৮৯ ডলারের নিচে নেমে যায়। গত মার্চে যার দর উঠেছিল ১২৪ ডলারে। তার চেয়ে যা ২৯ শতাংশ কম। আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড প্রতি ব্যারেল ৯৪ ডলারে বিক্রি হয়।

Discussion about this post